শেরপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নগদ জরিমানা
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় অবস্থিত মেসার্স জিহান জিগজ্যাগ ব্রিকস-৪, এবিএম অটো ব্রিকস, মেসার্স পিনাকী এন্ড কোং, মেসার্স সততা জিগজ্যাগ অটো ব্রিকস এবং মেসার্স এম এস জিগজ্যাগ ব্রিকসকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন।
১২৭ বার পড়া হয়েছে