সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইয়াবা বিক্রির দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কলাপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, ১ মাসের কারাদণ্ড
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া,পটুয়াখালী
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইয়াবা বিক্রির দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬)।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশে জব্দকৃত ইয়াবা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন