শরীয়তপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা ইমাম সম্মেলন
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সফল করতে প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, মাসুদুল আলম ও প্রত্যয় হাসান এবং জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি অলিউল্লাহ। পরে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক বীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ।
সম্মেলনে গণভোট-২০২৬ বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন ইমাম অংশগ্রহণ করেন। বক্তারা ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার, গণভোটের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
১০৬ বার পড়া হয়েছে