সিরাজগঞ্জে ৭৫০ অসহায় মানুষের মাঝে একুশে ফোরামের শীতবস্ত্র বিতরণ
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকার অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে একুশে টেলিভিশনের স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফোরাম।
সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৭৫০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের প্রতিনিধি স্বপন মির্জা। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক নরুল আলম মণ্ডল, সমাজসেবক মিজানুর রহমান মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একুশে ফোরাম সারা বছর ধরে ঈদ ও পূজায় উপহার বিতরণ, বন্যা ও শীতকালীন দুর্যোগে সহায়তা, চিকিৎসা সেবা প্রদানসহ মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব উদ্যোগের জন্য তারা একুশে ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম-এর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং গণমাধ্যমে একুশে টেলিভিশনের সাহসী ও মানবিক ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন বয়সী ৭৫০ জন নারী-পুরুষের মাঝে সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
১৩৮ বার পড়া হয়েছে