'প্রচলিত নিয়মে যদি দেশ সুন্দর হতো তাহলে ৫৪ বছরে কেন হল না'
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তাদের শাসনামলে দেশ বারবার দুর্নীতিতে শীর্ষে উঠে এসেছে এবং হাজার হাজার পরিবার আপনজন হারিয়েছে।
তিনি বলেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তৈরি করা হয়েছে ‘বেগমপাড়া’। একই সঙ্গে বিদেশি শক্তির তাবেদারির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলার সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের জন্য নতুন করে একটি স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশ গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের নামে সেই সুযোগ ছিনিয়ে নেয় এবং আবারও পুরোনো ব্যবস্থায় দেশ পরিচালনার ঘোষণা দেয়।
তিনি প্রশ্ন রাখেন, 'যদি প্রচলিত ব্যবস্থাতেই দেশ সুন্দরভাবে চলতো, তাহলে গত ৫৪ বছরে কেন তা সম্ভব হয়নি?'
জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বললেও কোন নীতি ও আদর্শের ভিত্তিতে তা বাস্তবায়ন করবে-তা জাতির সামনে স্পষ্ট নয়। ইসলামী আইন ও আদর্শ ছাড়া প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থে একসঙ্গে পথচলা শুরু হলেও যখন সেই স্বার্থ ক্ষুণ্ন হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, 'আমরা একা নই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন।'
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
১১৯ বার পড়া হয়েছে