আইন-আদালত
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছেন। মানবিক কারণে এ জামিন দেওয়া হয়েছে।
হাইকোর্টে মানবিক বিবেচনায় জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন
স্টাফ রিপোর্টার
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছেন। মানবিক কারণে এ জামিন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ জামিন দেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়িতে তার স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ঝুলন্ত অবস্থায় নিহত অবস্থায় পাওয়া যান। তার পাশেই ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ পড়ে ছিল।
এই ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়। গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন