সারাদেশ
শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
মেহেদী হাসান, শরীয়তপুর
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পৌরসভার পূর্ব গৈড্যা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৫৫) কে আটক করা হয়। তিনি মৃত মতলব মুন্সির ছেলে।
সেনা সূত্র জানায়, অভিযানের সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ৮ বোতল মদ উদ্ধার করা হয়। পাশাপাশি ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন, একটি ফুয়েল পেপার রোল এবং ইয়াবা সেবনে ব্যবহৃত ৩টি স্ট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী এই অভিযানে যৌথবাহিনীর সক্রিয় ভূমিকার ফলে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন