সারাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় ২৬ হাজার টাকা
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৌলতপুর থানার মোড় এলাকায় সড়ক ও পরিবহন আইনের আওতায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন না থাকাসহ বিভিন্ন অনিয়মে মোটরসাইকেল, ট্রাক ও বাসসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২২টি মামলা করা হয়। এসব মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্র জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৫৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন