ফ্যাসিবাদ ঠেকাতে ধানের শীষে ভোট দিন : চকরিয়ায় সালাহউদ্দিন আহমদ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল থাকলেও পরবর্তীতে তা ‘মাফিয়া ও ফ্যাসিবাদী শক্তিতে’ রূপ নিয়েছে এবং দেশের স্বার্থবিরোধী দলে পরিণত হয়েছে।
তিনি দাবি করেন, দলটি এখন আর প্রকৃত রাজনৈতিক শক্তি নয়।
শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে ‘মেইড ইন ইন্ডিয়া’ উল্লেখ করে এটি দেশের বাইরে রপ্তানি হয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, নতুন করে বিদেশি প্রভাবের কোনো শক্তিকে দেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে কি না। তার ভাষ্য, বিএনপিই স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষের দল।
তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে গণতন্ত্রকে শক্তিশালী করা জরুরি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং কৃষকদের শক্তিশালী করা প্রয়োজন। কৃষকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলেই দেশ এগিয়ে যাবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৬১ বার পড়া হয়েছে