শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন, ৩শ' শিক্ষক নির্বাচিত
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শাহীন শিক্ষা পরিবার সম্প্রতি অনলাইনভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করেছে।
প্রশিক্ষণ এবং মূল্যায়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষক নির্বাচিত হন। আজ শনিবার টাঙ্গাইলের বিশ্বাস বেতকার ট্রেনিং সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিন বলেন, 'শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির বিকল্প নেই। শিক্ষক যখন প্রশিক্ষিত হন, তখন শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া সহজ, প্রাণবন্ত ও কার্যকর হয়।'
তিনি আরও জানান, 'ভবিষ্যতেও শিক্ষক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়ন, মেন্টরিং এবং গবেষণাভিত্তিক কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ।'
শাহীন শিক্ষা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীর বয়স, শিক্ষার স্তর ও শেখার চাহিদার সঙ্গে খাপ খাইয়ে শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন এবং দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।
১৩১ বার পড়া হয়েছে