জামালপুরে র্যাবের অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে র্যাবের বিশেষ অভিযানে প্রায় ১৩০১ বোতল বিদেশি মদ, একটি ট্রাক ও নগদ অর্থসহ একটি মাদকচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে জামালপুরে র্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা মো. মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে শেরপুর সদর থানাধীন মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাক থামার সংকেত দিলে ট্রাকে থাকা মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
১৩৯ বার পড়া হয়েছে