মিয়ানমারে বিয়ের ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারে সামরিক জান্তা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া মাহফিলে হামলায় ২২ জন নিহত এবং অন্তত ২৮ জন আহত হন।
একই দিনে মাগওয়ে অঞ্চলের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে বিয়ের প্রস্তুতিতে জড়ো মানুষের ওপর বিমান হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানায়, ভামো টাউনশিপের ওই গ্রামে তাদের কোনো অবস্থান বা সদস্য ছিল না। কেআইএ মুখপাত্র কর্নেল নও বু অভিযোগ করেন, জান্তা বাহিনী যেকোনো ভীড়কে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং শত্রু ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করছে না।
এর আগে, রাখাইন রাজ্যের কিয়াউকতাও ও পন্নাগিউন টাউনশিপ সীমান্তে আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারেও বিমান হামলা চালানো হয়। এতে আটক থাকা ২১ সেনা ও তাদের স্বজন নিহত এবং আরও ৩০ জন আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষকরা ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে লাশ ও আহতদের চিত্র দেখা গেছে।
১২২ বার পড়া হয়েছে