কুমারখালীতে বালুঘাটের আধিপত্য নিয়ে যুবক গুলিবিদ্ধ, ৩ জন আটক
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বালুঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার লালনবাজার ও হাঁসদিয়া এলাকায় দুর্বৃত্তরা গুলি চালায়। এতে একজন যুবক আহত হয়েছেন এবং এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আহত যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি সদকী ইউনিয়নের চর আগ্রাকুণ্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আকাশের বাঁ পায়ে গুলি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের হাতে আটক হয়েছেন সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার নিয়ামত আলীর ছেলে (২০), হিরু প্রামাণিকের ছেলে মানিক (২১) এবং খোকসা উপজেলার আজাইল এলাকার মজনুর ছেলে রাকিবুল ইসলাম (২১)। তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এলংগী আচার্য মৌজার গড়াই নদীর ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছিল। বালু অপসারণ সংক্রান্ত কিস্তি পরিশোধ না হওয়ায় শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লা ও অন্যান্য স্থানীয় নেতা গাড়ি আটকে দেন। এ ঘটনার রাতেই লালনবাজারে আকাশের পায়ে গুলি চালানো হয়।
শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটেও ক্ষত চিহ্ন দেখা গেছে।
তার স্ত্রী রেনু খাতুন জানান, পাঁচটি মোটরসাইকেলে এসে বাড়ির গেটে গুলি করেছে দুর্বৃত্তরা। বালুঘাটের লোকজনই গুলি করেছে।
অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, সরকারি নিয়ম মেনে টাকা পরিশোধ করেছি। কে বা কারা গুলি করেছে তা জানা নেই।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, আকাশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তবে অবস্থার আশঙ্কাজনক।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
১৩৪ বার পড়া হয়েছে