সর্বশেষ

জাতীয়সিলেটে তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য
চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ: রাজনৈতিক দলগুলোর মাঠের লড়াই শুরু
ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি পোস্টিং’, নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ
সারাদেশনাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা
আন্তর্জাতিকজেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তর ধ্বংস ইসরাইল
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
সারাদেশ

মধ্যরাতে শ্বশুরবাড়িতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট থেকে বিএনপির নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার গভীর রাতে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার বিরাহিমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

রাত সাড়ে ১২টার দিকে শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগে পথিমধ্যে বিভিন্ন স্থানে স্থানীয় মানুষজন তারেক রহমানকে স্বাগত জানান। শ্বশুরবাড়িতে পৌঁছে তিনি বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন। এ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের জন্য ৪৩ হাঁড়ি খাবারের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে। সেখানে খালেদা জিয়ার স্মরণে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে তিনি রাতেই সিলেট শহরের একটি হোটেলে ফিরে যাবেন বলে জানা গেছে।

মাজার জিয়ারতের মধ্য দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। উল্লেখ্য, ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি একই মাঠে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন।

এদিকে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন