সর্বশেষ

জাতীয়সিলেটে তারেক রহমানের জনসভাস্থল লোকে লোকারণ্য
চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ: রাজনৈতিক দলগুলোর মাঠের লড়াই শুরু
ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি পোস্টিং’, নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ
সারাদেশনাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা
আন্তর্জাতিকজেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তর ধ্বংস ইসরাইল
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
জাতীয়

ভারতীয় কূটনীতিকদের ‘নন-ফ্যামিলি পোস্টিং’, নেতিবাচক বার্তা ছড়ানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি থাকা অবস্থায় ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেশে সমালোচনার মুখে পড়েছে। নিরাপত্তা জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিরাপত্তার উদ্বেগকে ভিত্তি করে ভারত বাংলাদেশে নিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠাচ্ছে এবং ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করেছে। এর আওতায় ঢাকার হাইকমিশন ও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশন অন্তর্ভুক্ত। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “বর্তমানে বাংলাদেশে কোনো নিরাপত্তাজনিত সমস্যা নেই। ভারতের এই পদক্ষেপ কল্পিত হুমকিকে ভিত্তি করে নেওয়া হয়েছে এবং এটি আন্তর্জাতিকভাবে দেশের প্রতি নেতিবাচক বার্তা দিচ্ছে।”

অন্য এক সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ আরও বলেন, “নির্বাচনের সময় এই ধরনের পদক্ষেপ স্বাভাবিক নয়। এটি নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করতে চাওয়ার একটি উদাহরণ। দেশে কোনো ভারতীয় কর্মচারীর উপর আক্রমণ ঘটেনি, তবু পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি ভারতের সমালোচনা করে বলেন, “বাংলাদেশে ৫০টির বেশি দূতাবাস আছে। ইউরোপীয় ইউনিয়নের বিশাল দল নিরাপদে নির্বাচনী কাজ করছে, অথচ শুধু ভারত এমন সিদ্ধান্ত নিচ্ছে। তারা নির্বাচনে অনাস্থা সৃষ্টির চেষ্টা করছে।”

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, “দেশে শান্তিশৃঙ্খলা ঠিক আছে। ভারতীয় কূটনীতিকদের পরিবারের জন্য কোনো হুমকি নেই। এটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত।”

ভারতীয় পদক্ষেপের খবরটি আসে এমন এক সময়ে যখন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

২৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন