সাতক্ষীরার তালায় ডিবি পুলিশের ছদ্মবেশে দুই কোটি টাকা লুট
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে ডিবি পুলিশের ছদ্মবেশে ৪–৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গভীর রাতে ডাকাতরা মোট দুই কোটি ১০ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সূত্রে জানা যায়, ডাকাতরা ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে প্রথমে অস্ত্র রয়েছে কি না তা জিজ্ঞেস করে। অস্ত্র না পেয়ে তারা ধমক দিয়ে ঘরে রাখা নগদ টাকার অবস্থান জানতে চায়। একপর্যায়ে ঘরের ভেতর থেকে ১০ লাখ টাকা এবং বাইরে থাকা মাচায় রাখা আরও দুই কোটি টাকা নিয়ে তারা স্থান ত্যাগ করে। ডাকাতরা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বাজি ফাটানোর ঘটনাও ঘটায়।
ভুক্তভোগী রুহুল আমিন জানিয়েছেন, তিনি ঘটনার সময় নতুন বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফল কবির জানিয়েছেন, এই ঘটনা রহস্যজনক মনে হচ্ছে এবং এ বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৪ বার পড়া হয়েছে