পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, ছয়জন আহত
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আড়াই বছরের নাসির ও দুই বছর বয়সের শিশু হিমেলও রয়েছেন।
দুর্ঘটনাটি মঙ্গলবার বিকেলে বোদা-দেবীগঞ্জ পাকা সড়কের চন্দনবাড়ী বাজার এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে যাত্রীসহ এক অটো সিএনজি বোদার দিকে আসছিল। এ সময় একই সড়কে পাথর বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। অটো সিএনজি একটি মিথিলা ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় খোইটালী বর্মন (৫০) এবং এক অজ্ঞাতনামা নারী ঘটনাস্থলেই মারা যান। খোইটালী বর্মন পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী ছিলেন। আহতদের মধ্যে পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মালিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১১৬ বার পড়া হয়েছে