গোপালগঞ্জের তিন আসনে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত লড়াইয়ে ২৭ জন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসসহ মোট ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এতে মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে জেলার তিনটি আসনে চূড়ান্তভাবে মোট ২৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
তবে গোপালগঞ্জ–০২ আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নিয়েই ভোটের মাঠে নামতে হচ্ছে বিএনপির প্রার্থীকে। এতে এ আসনে বিএনপির ভোটের হিসাব-নিকাশে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ–০১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। গোপালগঞ্জ–০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় প্রার্থী রয়েছেন ১১ জন। আর গোপালগঞ্জ–০৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সেখানে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।
গোপালগঞ্জ–০১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা ৪ জন প্রার্থী হলেন-বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হোসেন আফসারী, জনতার দলের মো. জাকির হোসেন, এবি পার্টির প্রিন্স আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম।
এ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরোদ বরণ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল, স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুলতান জামান খান এবং স্বতন্ত্র প্রার্থী কাইউম আলী খান।
গোপালগঞ্জ–০২ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে নিয়েই ভোটের লড়াইয়ে নামতে হচ্ছে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরকে। এতে এ আসনে বিএনপির ভোটের সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ আসনের প্রার্থীরা হলেন- বিএনপির ডা. কে এম বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তসলিম হুসাইন শিকদার, জাকের পার্টির অ্যাডভোকেট মাহমুদ হাসান, গণফোরামের শাহ মফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইব্রাহিম, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ, জাতীয় পার্টির রিয়াজ সারোয়ার মোল্যা, স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস।
গোপালগঞ্জ- ০৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও খেলাফত মজলিসের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন-জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির মো. আরিফুল দাড়িয়া এবং খেলাফত মজলিসের আলী আহমেদ।
এ আসনে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির এস এম জিলানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বসার দাড়িয়া, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ এবং গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস।
সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে মোট ৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে গোপালগঞ্জের তিনটি আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের চূড়ান্ত চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
১১৩ বার পড়া হয়েছে