সারাদেশ
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর-১ ও নাটোর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীসহ পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
নাটোরের দুই আসনে জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোর-১ ও নাটোর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীসহ পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রত্যাহারকারীদের মধ্যে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে এবি পার্টির প্রার্থী এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, স্বতন্ত্র প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেন এবং খেলাফত মজলিশের প্রার্থী আজাবুল হক রয়েছেন। অপরদিকে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান ও খেলাফত মজলিশের প্রার্থী টিংকু সরদার মনোনয়ন প্রত্যাহার করেন।
এর আগে নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সব মিলিয়ে নাটোরের চারটি আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন