৪ বছর পর আদালতের রায়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পেলেন আব্দুস সবুর
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে চার বছর পর দায়িত্ব ফিরে পেলেন আব্দুস সবুর।
আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল নিয়ে আপত্তি জানানো হলে পাঁচ দফা পুনর্গণনা হলেও আব্দুস সবুরকে পরাজিত দেখানো হয়। পরে মারুফ হাসান রনি শপথ নিয়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে ফলাফল নিয়ে সন্দেহ থাকায় আব্দুস সবুর ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ২০২৪ সালের ১৫ অক্টোবর ভোট পুনর্গণনার নির্দেশ দেন। আদালতের উপস্থিতিতে পুনর্গণনায় দেখা যায়, আব্দুস সবুর পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মারুফ হাসান রনি পেয়েছেন ১ হাজার ১১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুরকে বিজয়ী ঘোষণা করা হয়।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত আনুষ্ঠানিকভাবে আব্দুস সবুরকে ইউপি সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে তিলকপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর আব্দুস সবুর বলেন, ২০২১ সালের নির্বাচনে তার সঙ্গে চরম অবিচার করা হয়েছে। অন্যায়ভাবে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছিল। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে দায়িত্ব ফিরে পাওয়ায় বাকি জীবন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তিলকপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে আব্দুস সবুরকে শপথ পড়ানো হয়েছে। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
১৪৩ বার পড়া হয়েছে