বেনাপোলে অবৈধ বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি যাত্রী আটক
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে বিপুল পরিমাণ ঘোষণাবিহীন বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে।
আটক যাত্রীর নাম মোঃ আব্দুস সালাম। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্চ হাওলা পাড়ার বাসিন্দা এবং পিতার নাম আব্দুল সামাদ ব্যাপারী।
মঙ্গলবার দুপুরে কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক আচরণ ধরা পড়ায় তাঁকে তল্লাশি কেন্দ্রে আনা হয়। তল্লাশির সময় তার কাছে কানাডিয়ান ডলার ৩২,২০০ এবং অস্ট্রেলিয়ান ডলার ৩৬,৪০০ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাংলাদেশি মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) অটুল গোস্বামী নিশ্চিত করেছেন, মুদ্রাগুলো বৈধভাবে ঘোষণা না করে বহন করা হচ্ছিল এবং এর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত দিয়ে অবৈধ অর্থ পাচার রোধে কাস্টমস অভিযান নিয়মিত জোরদার করা হচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে