জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা মনোনয়ন প্রত্যাহার
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত আবেদনের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গোলাম মোস্তফা বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করছি।’’
তিনি আরও বলেন, ‘‘দলের দু:সময়ে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে যথাযথ দায়িত্ব পালন করেছি এবং স্থানীয় পর্যায়ে দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করেছি। ভবিষ্যতেও দলের সঙ্গে থেকে কাজ করে যাব। দলের চেয়্যারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে দলের প্রতি আনুগত্যের স্বার্থে আমি জয়পুরহাট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।’’
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, ‘‘জাতীয়তাবাদের আদর্শের সকল নেতা-কর্মী ও সমর্থক আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’’
১৪৮ বার পড়া হয়েছে