আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৯ জানুয়ারি) তালেবান কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর শার-ই-নাও এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত এই এলাকাতেই ঘটনাটি ঘটেছে।
তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, প্রাথমিকভাবে কয়েকজনের নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনার বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
এদিকে কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও ‘ইমার্জেন্সি’ এক বিবৃতিতে জানায়, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় তাদের হাসপাতালের কাছেই বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর অন্তত ২০ জন আহতকে কাবুলের ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরে তালেবান। এরপর দেশটিতে বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা তুলনামূলকভাবে কমলেও ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এখনও সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী মাঝেমধ্যে হামলা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে