দিনাজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট, বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলরোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশকে ১৯ দফার মাধ্যমে এক শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই ১৯ দফাই ছিল বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রের মূল চালিকাশক্তি। বক্তারা আরও উল্লেখ করেন, যদি শহীদ জিয়াউর রহমান জন্ম না নিতেন, তবে দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারার বিকাশ সম্ভব হত না। বর্তমান সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ প্রকৃতপক্ষে শহীদ জিয়ার ১৯ দফার আধুনিক ও উন্নত সংস্করণ।
জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১১৩ বার পড়া হয়েছে