নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস রাজশাহী বিভাগীয় কমিশনারের
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে তিনি জানান।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, 'আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই-তারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবেন এবং প্রদত্ত ভোট সঠিকভাবে গণনা করা হবে।' তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
ভোটের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং সাধারণ জনগণও প্রশাসনকে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কৌশল ও পরিকল্পনাও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রস্তুত আছে বলে তিনি জানান।
১১৫ বার পড়া হয়েছে