দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, ইয়াবাসহ একজন আটক, ভারতীয় মদ উদ্ধার
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। একই সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে দৌলতপুর উপজেলার চিলমারী বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোর ৫টা ৫০ মিনিটে চিলমারী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৫৭/২-এস-এর নিকটবর্তী চড়াই কুড়ি মরার চর এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চড়াই কুড়ি মরার চর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে।
আটকের পর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৩১ পিস ভারতীয় ইয়াবা, একটি মোবাইল ফোন এবং নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬৯ হাজার ৮০০ টাকা।
এর আগে একই দিন ভোর ৪টার দিকে চিলমারী বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসব মদের আনুমানিক বাজার মূল্য ৭৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য এক লাখ ৪৬ হাজার ৩০০ টাকা।
সোমবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আটককৃত আসামিকে ইয়াবাসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ভারতীয় মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়াও চলমান আছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
১৪৭ বার পড়া হয়েছে