সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে এক কিশোর স্কুলছাত্র ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহরে এক কিশোর স্কুলছাত্র ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে তালশহর হাইস্কুলের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ১৬ বছর বয়সী তাকিয়ুর রহমান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়। কিন্তু ঢাকা যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তাকিয়ুর রহমান উপজেলার তালশহর পশ্চিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ কুদ্দুসের ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্কুল ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
দুর্ঘটনার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের পরিবারে আতঙ্ক ও ব্যথার পরিস্থিতি বিরাজ করছে।
২৫৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন