সারাদেশ
গোপালগঞ্জ সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে এক হাজার ১৪০ পিস ইয়াবাসহ মাহাবুব হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে র্যাবের অভিযানে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি আটক
বাদল সাহা, গোপালগঞ্জ
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে এক হাজার ১৪০ পিস ইয়াবাসহ মাহাবুব হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাহাবুব হাওলাদার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন