সারাদেশ
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা শ্রমিক দল।
গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
বাদল সাহা, গোপালগঞ্জ
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে জেলা শ্রমিক দল।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রিজভী আহম্মদের সভাপতিত্বে সভায় যুগ্ম আহ্বায়ক রহমত সিকদার আক্কু, সদস্য মো: সজীব শেখ ও কাজী তাছিন (তাসকিন) উপস্থিত ছিলেন।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা হিসেবে দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় নিশ্চিত করতে হবে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন