ভোলাহাটে ড. মিজানুর রহমানের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ড. মিজানুর রহমানের উদ্যোগে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ইমামনগর মুসলীম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। এতে মেডিসিন, চর্ম ও যৌন রোগ এবং জেনারেল ফিজিশিয়ানসহ একাধিক বিভাগের চিকিৎসক উপস্থিত ছিলেন। সাধারণ রোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে জটিল ও কঠিন রোগে ভোগা রোগীরাও প্রয়োজনীয় চিকিৎসা ও দিকনির্দেশনা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অত্যন্ত উপকারী। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
ক্যাম্প চলাকালে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সুধীজন ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
১১৭ বার পড়া হয়েছে