পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলায় পরকীয়ার জের ধরে ইতালি প্রবাসী এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে হাবিব মাতুব্বরের সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে দাম্পত্য কলহ শুরু হয়। একাধিকবার সালিশ হলেও সম্পর্কের উন্নতি হয়নি বলে দাবি পরিবারের।
শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির পর রাতের খাবার শেষে দুজনই ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুমন্ত অবস্থায় বেলেট দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী-এমন অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। আহত হাবিবের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
হাবিব মাতুব্বর দাবি করেন, তার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান। অন্যদিকে শিউলি বেগমের অভিযোগ, তার স্বামী পরকীয়ায় জড়িত এবং এ কারণেই তিনি এমন কাজ করেছেন।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্ত শিউলি বেগমকে বেলেটসহ আটক করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে