চরবাগডাঙ্গায় র্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রাম থেকে প্রায় তিন কোটি টাকার হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিসি-১-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে রাত আনুমানিক ১টা ৫ মিনিটে এবরান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ সময় অভিযানে আটক ব্যক্তির কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা মোট ৩ দশমিক ১ কেজি বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দশ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১১৪ বার পড়া হয়েছে