রাতের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লামায় ফার্মেসি মালিকদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের বৈঠক
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
লামা উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে ফার্মেসি মালিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১৪ জানুয়ারি) লামা বাজার এলাকার ফার্মেসি মালিক ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জি এম নাদিম। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনায় উপজেলার চিকিৎসা ও ওষুধ সরবরাহ ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে রাতের বেলায় জরুরি রোগীদের ওষুধ পেতে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা সমাধানের ওপর জোর দেওয়া হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগের মতো রোস্টার পদ্ধতিতে প্রতিদিন রাতে নির্দিষ্ট ৭টি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই সিদ্ধান্ত কার্যকর হলে লামা উপজেলার সাধারণ জনগণ, বিশেষ করে জরুরি রোগীরা রাতের বেলায় সহজেই প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। এতে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলেও মত দেন তাঁরা।
বক্তারা বলেন, এটি একটি জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগ, যা লামা উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে। ফার্মেসি মালিকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, রাতে খোলা থাকা ৭টি ফার্মেসির নাম ও মোবাইল নম্বর সংবলিত তালিকা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এবং সংশ্লিষ্ট ফার্মেসির সামনে টানিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে এ ধরনের জনস্বার্থমূলক উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।
২৫৫ বার পড়া হয়েছে