সিংড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযান, ১০ গ্রেফতার, ২ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়েছে।
অভিযানে পেশাদার চোর, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনকে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন সিংড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইনপাড়া এলাকার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), একই এলাকার সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টারপাড়ার সম্পা চৌধুরী, কলেজপাড়ার মাদক মামলার আসামি শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গোডাউনপাড়া এলাকা থেকে গাঁজাসহ মো. জিসান (২১), এছাড়া মাদক মামলার আসামি শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকার।
প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন পেশাদার চোরসহ বিভিন্ন মামলার মোট ১০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
২৩১ বার পড়া হয়েছে