সাবেকুন নাহার শিখা ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ এর বৈধ প্রার্থী ঘোষণা
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার পথে ফিরে এসেছেন।
বুধবার নির্বাচন কমিশন তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এ বিষয়ে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
সাবেকুন নাহার শিখা গত ২৮ ডিসেম্বর জয়পুরহাট শহর ও পাঁচবিবি উপজেলা সদরে তার কর্মী-সমর্থকদের সঙ্গে বড় শোডাউন অনুষ্ঠিত হওয়ার পর রাজনৈতিক আলোচনায় আসেন। পরের দিন, ২৯ ডিসেম্বর, তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
প্রার্থীতা যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি ভোটার তালিকার এক শতাংশে গড়মিল থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া তাঁর প্রার্থীতা বাতিল করেন। এরপর সাবেকুন নাহার নির্বাচন কমিশনে আপিল করলে বুধবার শুনানী শেষে কমিশন তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে।
সাবেকুন নাহার শিখা পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। ওই সময়ে বিএনপি’র প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ থাকলেও, জেলা বিএনপি জানিয়েছিল, সাবেকুন নাহারের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
১৬৮ বার পড়া হয়েছে