খুলনা নগরীর কাস্টম গলিতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, তিনি নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে এবং তার একটি কন্যাসন্তান রয়েছে। তার মা পারুল বেগম জানান, বুধবার বিকেলে তিনি বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর খবর শোনা যায়।
স্থানীয়রা জানান, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের কাছে প্রায়ই মৃত নারী আসতেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ এবং পরে পিবিআই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কেএমপি সূত্রে জানানো হয়েছে, সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পরই জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনায় নিহত হয়েছেন।
১৩৯ বার পড়া হয়েছে