'আদিনা ফজলুল হক সরকারি কলেজ' জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।
১২ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কলেজের সাফল্য শিক্ষাব্যবস্থার অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিশেষ গুরুত্ব অর্জন করেছে।
১৯৩৮ সালে তৎকালীন অবিভক্ত ভারতের শিবগঞ্জ থানার দাদনচক গ্রামে প্রতিষ্ঠিত এই কলেজটি বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইদ্রিশ আহমদ মিঞার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম কলেজ। ১৯৮৬ সালের ২৬ জুলাই কলেজটি জাতীয়করণ করা হয়।
সাম্প্রতিক সময়ে কলেজে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে ৬ তলা একাডেমিক ভবন, ৫ তলা ছাত্র ও ছাত্রী হোস্টেল, নতুন প্রধান গেট, রাস্তা নির্মাণ, ফুলের বাগান ও শহিদ মিনারের বাউন্ডারি। একাডেমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও কলেজের অগ্রগতি চোখে পড়ার মতো।
অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম নির্বাচক কর্তৃপক্ষের কাছে কলেজের কার্যক্রমের অগ্রগতির স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং এলাকাবাসীর সহযোগিতার জন্যও ধন্যবাদ জানিয়েছেন।
১৫৪ বার পড়া হয়েছে