পাবনায় বিষ প্রয়োগে কুকুর হত্যা, থানায় মামলা না নেয়ায় ক্ষোভ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার কাচারীপাড়ার কদমতলা এলাকায় তিনটি পোষা কুকুর বিষ প্রয়োগে মারা গেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত কুকুর মালিক থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন তিনি।
পোষা কুকুর মালিক হারুনর রশিদ জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুকুর তিনটির চিৎকারে তিনি ঘুম থেকে জাগেন। কুকুরগুলো ছটফট করছিল। স্থানীয় পশু চিকিৎসককে খবর দিলে তিনি উপস্থিত হয়ে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত করেন, কুকুরগুলো বিষক্রিয়ায় আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় দুইটি এবং দুপুর দেড়টায় একটি কুকুর মারা যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, মামলার শর্তাবলী পূরণ না হওয়ায় তা গ্রহণ করা যায়নি। তবে শর্তপূরণ হলে মামলা গ্রহণ করা হবে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসি টিভি ফুটেজ যাচাই করে দোষীদের শনাক্তে কাজ চলছে।
কুকুর মালিক হারুনর রশিদ কান্নাজড়িত কন্ঠে বলেন, 'আমাদের কাছে কুকুরগুলো ছিল আদরের। তাদের মৃত্যু আমাদের জন্য হৃদয়বিদারক। আমরা চাই হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক।'
১২৩ বার পড়া হয়েছে