মাসুম হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফেনীতে জুলাই আন্দোলনের সময় কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীও এ তালিকায় রয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মোহাম্মদ হাসান অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। এর মাধ্যমে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে ফেনীতে দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে প্রথমবারের মতো কোনো মামলার চার্জশিট গ্রহণ করলো আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ জুলাই ১৭১ জনের বিরুদ্ধে ফেনী সদর আমলী আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ৭ আগস্ট তিনি মারা যান। মাসুম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তরাব পাটোয়ারী বাড়ির বাসিন্দা ও প্রয়াত মাওলানা নোমান হাসানের ছেলে। তিনি ছাগলনাইয়া আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
১৪০ বার পড়া হয়েছে