মাদারগঞ্জে জুয়া খেলার সময় ৯ জন আটক, জব্দ ৩ মোটরসাইকেল ও নগদ অর্থ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭১ হাজার ৫৫০ টাকা, ৭ বান্ডিল তাস এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন—মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের সুজন খান (৪২), সোহেল মণ্ডল (৪০) ও মজনু খান (৪৭); পশ্চিম সুখনগরী এলাকার নূর মোহাম্মদ (২৫) ও সাইদুল মণ্ডল (৪২); বালিজুড়ী এলাকার শুক্কুর আলী ফকির; ইসলামপুর উপজেলার সামিউল (৪৫); মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রামের বিদ্যুৎ আকন্দ (৩৫) এবং সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার হাফিজুর রহমান (৩৫)।
এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, ১৩ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে শুভগাছা এলাকায় জুয়া খেলার প্রস্তুতির খবর পাওয়া যায়। বিষয়টি জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেককে অবহিত করা হলে তার নির্দেশনায় মাদারগঞ্জ থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকা ঘিরে ফেলে ৯ জন জুয়াড়িকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নগদ অর্থ, তাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বুধবার দুপুর ১২টায় জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া জুয়াড়িদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১১৫ বার পড়া হয়েছে