গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির দায়িত্বে ছিলেন পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরিফুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যভোকেট কাজী আবুল খায়ের, গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ডা. কে এম বাবর, জেলা বিএনপির সদস্য এ্যাড: তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক ফজলুল করির দারা।
বক্তারা সবাই দেশ ও গোপালগঞ্জের উন্নয়নের স্বার্থে বিএনপি প্রার্থীকে জয়ী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তারা আশা প্রকাশ করেন, প্রতিটি ওয়ার্ড থেকে ভোটাররা সক্রিয়ভাবে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে।
১৩৫ বার পড়া হয়েছে