সর্বশেষ

জাতীয়নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা প্রদানে কড়াকড়ি
শুরুতেই বিতর্কে পোস্টাল ব্যালট, ইসিতে বিএনপির অভিযোগ
সারাদেশমাদারীপুর থেকে লুট হওয়া ৪৬২টি এলপিজি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে, সাহায্যের আশ্বাস
খেলাফিফা বিশ্বকাপের মূল ট্রফি এখন ঢাকায়, রেডিসনে সীমিত প্রদর্শনী
জাতীয়

নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য প্রতিরোধে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

বাসস, ঢাকা
বাসস, ঢাকা

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা।

আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন সূত্র থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অনুমানভিত্তিক সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের বিস্তার নির্বাচনপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জবাবে ভলকার টুর্ক জানান, বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নজরে রয়েছে। তিনি বলেন, ভুয়া তথ্য একটি ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এটি মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

টেলিফোনালাপে দুই পক্ষ আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কার, গুমসংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠন এবং বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

ভলকার টুর্ক গুমের ঘটনা অনুসন্ধানে একটি বাস্তব অর্থে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতোমধ্যে জারি করা হয়েছে এবং আগামী নির্বাচনের আগেই কমিশন পুনর্গঠন করা হবে।

তিনি বলেন, দায়িত্ব হস্তান্তরের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অধ্যাপক ইউনূস আরও জানান, গুমসংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন তিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে হস্তান্তর করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলোর জবাবদিহি ও বিচার নিশ্চিত করতে এ প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ভলকার টুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টার নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং জানান, ভবিষ্যতেও গুমসংক্রান্ত কমিশনের কাজে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে।

টেলিফোনালাপের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন