তিতাসের পাইপলাইন বিস্ফোরণে উত্তরা–খান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে আবারও তিতাস গ্যাসের পাইপলাইন দুর্ঘটনার ঘটনা ঘটেছে। উত্তরা–টঙ্গী সেতুর কাছে গ্যাসের একটি পাইপলাইনের ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একটি শিল্প গ্রাহকের সংযোগ লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস বেরিয়ে আসে। নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন বন্ধ রাখা হয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে চলতি মাসের ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঢাকার মিরপুর রোডে একটি ভাল্ভ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে এবং স্বল্পচাপের কারণে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
উল্লেখ্য, গত এক মাস ধরে ঢাকায় এলপিজি গ্যাসের সরবরাহেও সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে দ্বিগুণ দাম দিয়েও এলপিজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই একের পর এক পাইপলাইন দুর্ঘটনায় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে গ্যাস পাইপলাইনে ছিদ্র হওয়ার ঘটনায় এখনো মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরপর ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ ফেটে গিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হলে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। ওই দিন রাতে নতুন ভাল্ভ বসানোর পর গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়।
১০৮ বার পড়া হয়েছে