গোপালগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, শীতে মৃত্যুর আশঙ্কা
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া মাদ্রাসা এলাকার একটি পরিত্যক্ত দোকান থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, স্থানীয়রা সকালে পরিত্যক্ত দোকানে বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র শীতের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত বৃদ্ধা এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
১১৬ বার পড়া হয়েছে