ধামরাইয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ রোববার দুপুরে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা চেয়ারম্যান বাড়ির সামনে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জামান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুর ইসলাম রবিন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোশাররফ হোসেন এবং যুবদল নেতা মোতালেব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
১২১ বার পড়া হয়েছে