সারাদেশ
গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়ন বৈধ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আপিল শুনানির প্রথম দিনেই তার মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল নিষ্পত্তির শুনানিতে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন ইসি।
এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক নয়—এমন অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ উজ জামান কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিল শুনানিতে ইসি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান ভূইয়ার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন