আপিল মঞ্জুর, ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়তে পারছেন ডা. তাসনিম জারা
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন ডা. তাসনিম জারা।
রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়নপত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল গ্রহণ করেছে কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ৫ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী নিজে কিংবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আপিল করতে পারছেন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে ডা. তাসনিম জারার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পথ আবারও উন্মুক্ত হলো।
১৫৩ বার পড়া হয়েছে