চাঁপাইনবাবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেমিনার
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চাঁপাইনবাবগঞ্জে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এবং প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), প্রান্তজন ও ক্লিনের সহযোগিতায় আয়োজিত এই সামাজিক পরামর্শ সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশেষ করে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে একদিকে বিদ্যুৎ ঘাটতি কমবে, অন্যদিকে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।
সেমিনারে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম চাঁপাইনবাবগঞ্জের সদস্য সচিব, প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক, নারী ইউপি সদস্য, তরুণ সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
২০৬ বার পড়া হয়েছে