মসজিদের টাকা নিয়ে বিরোধে যুবদল কর্মীর মৃত্যু, গ্রেপ্তার ১
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামের মসজিদে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলের মাত্র ২০ হাজার টাকার হিসাব–নিকাশকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের বিরোধে যুবদল কর্মী ইয়ানুল হোসেন (২৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর বন্ধু আল আমিন গুরুতর আহত হয়েছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচবিবি উপজেলার গুচ্ছপাড়া গ্রামের মসজিদে গত বছর গ্রামবাসীর উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়–ব্যয়ের হিসাব দেখভালের দায়িত্বে ছিলেন যুবদল কর্মী ইয়ানুল হোসেন। মাহফিল শেষে ২০ হাজার টাকার হিসাব নিয়ে ইয়ানুলের সঙ্গে একই গ্রামের মোস্তফার বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গ্রামবাসী দুই পক্ষ হয়ে যায় এবং একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
বিরোধের জের ধরে বৃহস্পতিবার (রাত) ইয়ানুল তাঁর বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে পাঁচবিবির আমিরপুর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে পাঁচবিবি–গোবিন্দগঞ্জ সড়কের সোনাকুল এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে ইয়ানুল ও আল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ানুলকে মৃত ঘোষণা করেন। আহত আল আমিনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইয়ানুল হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার গুচ্ছপাড়া গ্রামে এবং আহত আল আমিনের বাড়ি একই উপজেলার কয়েসকুল গ্রামে।
ইয়ানুলের মা মুরশিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “মাত্র ২০ হাজার টাকার হিসাব নিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, “রাতে বাড়ি ফেরার কথা বলে যে গেল, সে আর ফিরল না। এত অল্প টাকার জন্য ওরা আমার স্বামীকে বাঁচতে দিল না।”
পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান, ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “গুচ্ছপাড়া মসজিদে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের ২০ হাজার টাকার হিসাব নিয়ে ইয়ানুলের সঙ্গে মোস্তফার বিরোধ চলছিল। এক মাস আগেও এ নিয়ে মারামারির ঘটনা ঘটে এবং তখন মামলা হলে তারা জামিনে ছিলেন। সর্বশেষ বিরোধের জেরে হামলায় ইয়ানুল নিহত হন।”
তিনি আরও জানান, এ ঘটনায় সোহেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
১৯৬ বার পড়া হয়েছে