বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: উপাচার্য ড. হোসেন
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বহুমাত্রিক গবেষণা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
তিনি বলেন, বহুবিষয়ক গবেষণা সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটায়, নতুন চিন্তাকাঠামো তৈরি করে এবং সমস্যা সমাধান ও অভিযোজন ক্ষমতা বাড়ায়-যা দ্রুত পরিবর্তনশীল বৈজ্ঞানিক বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’-এর উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার বক্তব্যে বলেন, আধুনিক বিশ্বের বৈজ্ঞানিক সমস্যাগুলো একক কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তন, মহামারি, টেকসই জ্বালানি ও জনস্বাস্থ্যের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো অত্যন্ত জটিল। এসব সমস্যা মোকাবিলায় একাধিক শাখার জ্ঞান ও গবেষণার সমন্বয় অপরিহার্য। তাই গবেষণার পরিসর ও দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত করতে হবে।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদসহ আরও অনেকে।
সম্মেলনে দেশ-বিদেশ থেকে জমা পড়া ২৭০টি গবেষণা প্রবন্ধের মধ্যে ১৪৮টি মৌখিক উপস্থাপনা এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়েছে। প্রথম দিনে ১৩টি কী-নোট প্রবন্ধ উপস্থাপিত হয় এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব সেশনে দেশ ও বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০৮ বার পড়া হয়েছে